Saturday, 31 May 2014

বই পড়তে পড়তেই ১০ মাইল চালালেন গাড়ি!

স্টিয়ারিং হুইলের উপর বই রেখে পড়তে পড়তেই যুক্তরাজ্যের ব্যস্ত একটি সড়কে প্রায় ১০ মাইল পথ গাড়ি চালিয়েছেন এক নারী। এ সময় ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল তার নিশান মিকরা ব্র্যান্ডের গাড়িটির গতি।
গত বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ওই নারী বই পড়তে পড়তে গাড়ি চালাচ্ছিলেন। মোবাইল ফোনের মাধ্যমে এই ছবি তুলেছেন ওই সড়কে অন্য একটি গাড়িতে থাকা অ্যান্ড্রু স্টোনহাম নামের এক ব্যক্তি।
এ সময় গাড়িতে একাই ছিলেন তিনি। এমনকি বই পড়ার জন্য তিনি পাতাও উল্টাচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এম-১ নামের ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে অ্যান্ড্রু স্টোনহাম সড়কটির ২৫ নম্বর মোড়ে প্রথম ওই নারীকে বই পড়তে পড়তে গাড়ি চালাতে দেখেন। এরপরে ২৭ নম্বর মোড় পর্যন্ত প্রায় ১০ মাইল পথ নীল রঙের ওই গাড়িটিকে অনুসরণ করতে থাকেন।
 


অনেক চেষ্টা করে ব্যস্তপথেই তার গাড়ির কাছাকাছি পৌঁছলে স্টোনহাম ও তার বন্ধু তাদের গাড়ি থেকেই ওই নারীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। জানালা দিয়ে হাত বের করে তাকে ডাকলে শেষ পর্যন্ত তাকান ওই নারী। হেসে হাতও নাড়ান তবে আগে যেভাবে চালাচ্ছিলেন সেভাবেই পড়তে পড়তেই গাড়ি চালাতে থাকেন তিনি।
গাড়ি চালানোর সময় অনেককে খেতে বা প্রসাধন সামগ্রী ব্যবহার করতে দেখা গেলেও বই পড়ার ঘটনাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন স্টোনহাম।
ওই নারীর বই পড়তে পড়তে গাড়ি চালানোর ছবি দেখে এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন নিরাপদ রাস্তার দাবিতে প্রচার চালানো গোষ্ঠির মুখপাত্র জেমস ম্যাকলাগলিন। গাড়ি চালানোর সময় অন্য কাজ করতে গিয়ে অনেকে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলেও জানান তিনি।
গাড়ি চালানোর সময় অন্য কাজ করা থেকে বিরত রাখতে সরকারকে জরিমানা বৃদ্ধি ও কঠোর ট্রাফিক আইন প্রণয়নের দাবিও জানান তিনি।
এদিকে বই পড়তে পড়তে গাড়ি চালানোর এই ঘটনাকে বিপজ্জনক ও দায়িত্বহীন আচরণ বলে মন্তব্য করেছেন নটিংহামশায়ারের পুলিশের মুখপাত্র। সূত্র : দ্য ডেইলি মেইল।

No comments:

Post a Comment