কার্বন ফাইবার দিয়ে তৈরি করা ‘মাইক্রোজুল’ নামের গাড়িটির ওজন মাত্র ৩৫ কেজি যা একটি মোটরসাইকেলের চেয়ে তিন-চার গুণ কম।
এ বছরের শেল ইউরোপিয়ান ইকো-ম্যারাথন
প্রতিযোগিতায়ও বিজয়ী হয়েছে গাড়িটি। এটিকে পৃথিবীর সবচেয়ে জ্বালানি-সাশ্রয়ী
গাড়ি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নেদারল্যান্ডের রটারডামে বিচারকরা
পরীক্ষার সময় দেখতে পেয়েছেন, গাড়িটি প্রতি লিটার জ্বালানিতে ২ হাজার ৭২
মাইল পাড়ি দিতে সক্ষম। তার মানে পুরো পৃথিবী চক্কর দিতে লাগবে মাত্র মাত্র
১২ লিটার জ্বালানি।
No comments:
Post a Comment