Saturday, 31 May 2014

মাত্র ১২ লিটার জ্বালানি দিয়ে পুরো পৃথিবী চক্কর !

নিউজ ডেস্ক : মাত্র ১২ লিটার জ্বালানিতেই গাড়ি নিয়ে ঘুরে আসা যাবে পুরো বিশ্ব! অবিশ্বাস্য হলেও এটাই সত্য। পশ্চিম ফ্রান্সের লা জোলিভেরি কলেজের কিছু ছাত্র সত্যিই এমন একটি গাড়ি আবিষ্কার করেছে যাতে মাত্র ১২ লিটার জ্বালানি খরচ করে প্রায় ২৫ হাজার মাইল পাড়ি দেওয়া সম্ভব।
কার্বন ফাইবার দিয়ে তৈরি করা ‘মাইক্রোজুল’ নামের গাড়িটির ওজন মাত্র ৩৫ কেজি যা একটি মোটরসাইকেলের চেয়ে তিন-চার গুণ কম।

 
এ বছরের শেল ইউরোপিয়ান ইকো-ম্যারাথন প্রতিযোগিতায়ও বিজয়ী হয়েছে গাড়িটি। এটিকে পৃথিবীর সবচেয়ে জ্বালানি-সাশ্রয়ী গাড়ি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নেদারল্যান্ডের রটারডামে বিচারকরা পরীক্ষার সময় দেখতে পেয়েছেন, গাড়িটি প্রতি লিটার জ্বালানিতে ২ হাজার ৭২ মাইল পাড়ি দিতে সক্ষম। তার মানে পুরো পৃথিবী চক্কর দিতে লাগবে মাত্র মাত্র ১২ লিটার জ্বালানি।
fdggffg

No comments:

Post a Comment