[1]. বাক্বারাহ ২/২৩৮; মুত্তাফাক্ব‘আলাইহ, ইরওয়া হা/৫৮৮; ইবনু মাজাহ
হা/১০২০; নায়ল ২/২৪৯।[2]. আবুদাঊদ হা/১২২৪-২৮; নায়ল ২/২৯১ পৃঃ।[3]. আবুদাঊদ
হা/১২২৭; বায়হাক্বী, আহমাদ, তিরমিযী, ছিফাত ৫৫-৫৬ পৃঃ।[4]. দারাকুৎনী,
হাকেম, বায়হাক্বী, তিরমিযী, ইবনু মাজাহ, ইরওয়া হা/২৯১।[5]. বাযযার,
দারাকুৎনী, হাকেম, ছিফাত, পৃঃ ৫৯; ছহীহুল জামে‘ হা/৩৭৭৭; নায়ল ৪/১১২।[6].
আবুদাঊদ, হাকেম, সিলসিলা ছহীহাহ হা/৩১৯; ইরওয়া হা/৩৮৩।
I am expert in SMM, SEO,Blog & Article Writting etc.It is my own blog site.I will writing etc that mind want.Thax
Tuesday, 24 June 2014
পরিবহনে ছালাত:-
পরিবহনে কিংবা ভীতিকর অবস্থায় ক্বিবলামুখী না হ’লেও চলবে।[1]অবশ্য পরিবহনে
ক্বিবলামুখী হয়ে ছালাত শুরু করা বাঞ্ছনীয়।[2]যখন পরিবহনে রুকূ-সিজদা করা
অসুবিধা মনে হবে, তখন কেবল তাকবীর দিয়ে ও মাথার ইশারায় ছালাত আদায় করবে।
সিজদার সময় মাথা রুকূর চেয়ে কিছুটা বেশী নীচু করবে।[3]যখন ক্বিবলা ঠিক করা
অসম্ভব বিবেচিত হবে, কিংবা সন্দেহে পতিত হবে, তখন নিশ্চিত ধারণার ভিত্তিতে
ক্বিবলার নিয়তে একদিকে ফিরে সামনে সুৎরা রেখে ছালাত আদায় করবে।[4]নৌকায়
দাঁড়িয়ে ছালাত আদায় করবে, যদি ডুবে যাওয়ার ভয় না থাকে।[5]এ সময় বা অন্য যে কোন সময় কষ্টকর দাঁড়ানোর জন্য কিছুতে ঠেস দেওয়া যাবে।[6]
Labels:
ইসলামিক Level
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment