সর্বাধুনিক ড্রোন তৈরির অনুপ্রেরণা এখন পাখি ও বাদুড়
নিউজ ডেস্ক : ড্রোন কী জিনিস? ড্রোন হচ্ছে
এক রকমের আকাশযান , যে কিনা উড়তে পারে পাইলট ছাড়াই। অনেক দূর থেকেও কেউ
একজন নিয়ন্ত্রণ করতে পারেন তাকে।
- আজকাল সর্বাধুনিক ড্রোনগুলো হরেক কাজের
কাজী। এরা একাধারে কখনও রোবটের কাজ করছে, কখনও বাড়ি বাড়ি খাবার পৌঁছে
দেওয়ার কাজও করছে। নিমেষে উড়ে যেতে পারে এরা শত্রুপক্ষের ঘাঁটিতে। তাও
রেডারের নজর এড়িয়ে। কেননা ছোট স্ময়ংচালিত এই যান চালাতে কোনও চালক লাগে না।
রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে বহুদূর থেকেও।
-
- বিশ্বজুড়ে বৈজ্ঞানিকরা এখন মেতেছেন
ড্রোনের ডিজাইনকে আরও আধুনিক করতে। আর এই আধুনিকীকরণে সবচেয়ে বেশি
অনুপ্রেরণা দিচ্ছে পাখি ও বাদুড়। বৈজ্ঞানিকেরা এমনটাই বলছেন। ‘বায়ো
ইনস্পিরেশন অ্যান্ড বায়ো মিমেটিক্স’ জার্নালে ১৪টি গবেষণা দল নিজেদের
সর্বাধুনিক ড্রোন মডেলের কথা লিখতে গিয়ে এমনটাই জানিয়েছেন। শুধু পাখি ও
বাদুড় নয়, ড্রোন তৈরিতে উড়ন্ত সাপের ডিজাইনও ব্যবহার করা হচ্ছে।
No comments:
Post a Comment