Saturday, 31 May 2014

এবার গোয়েন্দাগিরিতে ফেসবুক !

ঢাকা: ইরানি হ্যাকাররা ফেসবুক ব্যবহার করছেন গোয়েন্দাগিরির কাজে। কথাটা অদ্ভুত শোনালেও এমন একটি তথ্য দিয়েছে নিরাপত্তা বিষয়ক ইন্টারনেট ফার্ম আইসাইট।
ফার্মটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের তথ্য হ্যাক করার জন্য ২০১১ সাল থেকে ওই হ্যাকাররা ১৪টি ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করছিল।
আইসাইটের পক্ষ থেকে আরো বলা হয়, ওই হ্যাকাররা বানোয়াট তথ্য দিয়ে তাদের ভুয়া অ্যাকাউন্টগুলোকে জনপ্রিয় করে তোলে। বিশ্বস্ততা গড়ে তোলার জন্য তারা নিজেদেরকে ‘নিউজ-অনএয়ার’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মী বলে ফেসবুকে প্রচার চালায়। অনলাইনে ওই নামে একটি সাইটও তৈরি করে। তারপর সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ, রাষ্ট্রদূত, লবিয়িস্ট ছাড়াও যুক্তরাজ্য ও সৌদি আরবের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করে।
facebook-spy-monitor-c
 আইসাইটের মতে, লম্বা সময় ধরে ওই ভুয়া অ্যাকাউন্টগুলোর সঙ্গে বন্ধুত্ব থাকার কারণে অনেকেরই তথ্য চুরি হয়েছে। তবে তথ্য চুরির শিকার ব্যক্তিদের নাম প্রকাশ করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।


ফেসবুকের এক মুখপাত্র জানান, তারা ওই ভুয়া অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে বাতিল করে দিয়েছেন।
হ্যাকারদের এই তথ্য চুরির জন্য আইসাইটের সন্দেহের তীর ইরানি সরকারের দিকে। তাদের মতে, এ ধরনের কার্যক্রম জটিলতাপূর্ণ হওয়ায় সরকারের সহায়তা ছাড়া এ ধরনের কাজ চালানো অসম্ভব।

No comments:

Post a Comment